খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মাঝে এবার বিক্ষোভের মুখে পড়লেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৮ জুন) বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি খুলনা প্রেসক্লাব পরিদর্শনে যান। তবে সেখানে পৌঁছানোর পরপরই আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং প্রেস সচিবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, “কেএমপি কমিশনারের পদত্যাগ ছাড়া প্রেস সচিব বের হতে পারবেন না।” ফলে প্রেসক্লাবের ভেতরে থাকা অন্য সাংবাদিক ও কর্মকর্তারাও ক্লাব ভবনের বাইরে যেতে পারেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) প্রেস সচিব শফিকুল আলম প্রেসক্লাব ভবনের ভেতরেই অবস্থান করছিলেন।
বিক্ষোভকারীদের দাবি, কেএমপি কমিশনারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রেস সচিবের উপস্থিতিকে কেন্দ্র করে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও প্রেসক্লাব কর্তৃপক্ষ আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।