তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত এবার টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন। শনিবার (২৮ জুন) কলোম্বো টেস্ট শেষে গণমাধ্যমের সামনে শান্ত নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন টেস্ট নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত।
এর আগে গত বছর তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন। চলতি মাসেই ওয়ানডে অধিনায়কত্বও হারান। সর্বশেষ টেস্ট ফরম্যাটে থাকলেও এবার নিজ উদ্যোগেই দায়িত্ব ছাড়লেন তিনি।
শান্তর এই ঘোষণায় বিস্মিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, “ওর কিছু নিজস্ব ভাবনা আছে। তিন ফরম্যাটে তিন অধিনায়ক বিষয়টি নিয়ে সে চিন্তা করেছে। শুধু টেস্টে নেতৃত্ব দেওয়ার আগ্রহ কম ছিল শান্তর।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে ঠিকই, তবে এভাবে হঠাৎ সিদ্ধান্ত নেবে তা আমরা প্রত্যাশা করিনি।”
শান্তর অধিনায়কত্বে আস্থার কথা জানিয়ে ফাহিম বলেন, “ও ভালো নেতৃত্ব দিয়েছে, কাছ থেকে দেখেছি তার নেতৃত্বগুণ। সে একজন ভাল নেতা। যদিও ক্যাপ্টেন হিসেবে থাকছে না, তবু আশা করি খেলোয়াড় হিসেবে তার প্রভাব ও অবদান থাকবে। তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই এবং তাকে শুভকামনা জানাই।”