ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন প্রেস সচিব

খুলনায় আন্দোলনকারীদের দাবির মুখে অবরুদ্ধ হওয়ার পর এবার তাঁদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) সন্ধ্যার পর খুলনা প্রেসক্লাবের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কেএমপি কমিশনারের পদত্যাগ ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে চলমান আন্দোলনের মুখে প্রেস সচিব সেখানে একান্ত বৈঠকে বসেন ছাত্র-জনতার একটি প্রতিনিধিদলের সঙ্গে।

বৈঠকে আন্দোলনকারীরা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে প্রধান দাবি ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে অপসারণ এবং আন্দোলনের সময় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি।

প্রেস সচিব শফিকুল আলম আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের বক্তব্য আমরা শুনেছি। বিষয়গুলো প্রধান উপদেষ্টার দপ্তরে সঠিকভাবে উপস্থাপন করা হবে।”

বৈঠক শেষে আন্দোলনকারীরা ক্লাব প্রাঙ্গণ থেকে অবস্থান তুলে নেন। তবে তারা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামবে

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোনের ট্র্যাজেডিতে ব্যথিত মিরাজ: ‘আমাদের শুধু দোয়া করাই এখন দায়িত্ব’

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন প্রেস সচিব

আপডেট সময় ০৯:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

খুলনায় আন্দোলনকারীদের দাবির মুখে অবরুদ্ধ হওয়ার পর এবার তাঁদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) সন্ধ্যার পর খুলনা প্রেসক্লাবের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কেএমপি কমিশনারের পদত্যাগ ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে চলমান আন্দোলনের মুখে প্রেস সচিব সেখানে একান্ত বৈঠকে বসেন ছাত্র-জনতার একটি প্রতিনিধিদলের সঙ্গে।

বৈঠকে আন্দোলনকারীরা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে প্রধান দাবি ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে অপসারণ এবং আন্দোলনের সময় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি।

প্রেস সচিব শফিকুল আলম আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের বক্তব্য আমরা শুনেছি। বিষয়গুলো প্রধান উপদেষ্টার দপ্তরে সঠিকভাবে উপস্থাপন করা হবে।”

বৈঠক শেষে আন্দোলনকারীরা ক্লাব প্রাঙ্গণ থেকে অবস্থান তুলে নেন। তবে তারা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামবে