ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হামলা, আহত ২

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে হামলা চালায় একদল দুর্বৃত্ত। বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নেতৃত্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগেই দুর্বৃত্তরা প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানা ও আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন।

খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আহতদের একজন, রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহসভাপতি সোবাহান মোল্লা জানান, হামলার সময় তিনি জীবন বাঁচাতে মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করেন, দোয়া মাহফিল বানচাল করতেই পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল এ হামলা চালায়। এ সময় ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হামলা, আহত ২

আপডেট সময় ১০:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে হামলা চালায় একদল দুর্বৃত্ত। বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নেতৃত্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগেই দুর্বৃত্তরা প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানা ও আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন।

খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আহতদের একজন, রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহসভাপতি সোবাহান মোল্লা জানান, হামলার সময় তিনি জীবন বাঁচাতে মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করেন, দোয়া মাহফিল বানচাল করতেই পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল এ হামলা চালায়। এ সময় ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি দেওয়া হয়।