ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘মব নয়, এটিকে বলুন প্রেসার গ্রুপ’—সাংবাদিকতার ব্যর্থতায় জন্ম নেওয়া নতুন স্রোত দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাম্প্রতিক সময়ে যাদের অনেকেই ‘মব’ হিসেবে চিহ্নিত করছেন, তারা আসলে সাংবাদিকতার দীর্ঘমেয়াদি ব্যর্থতায় তৈরি হওয়া একটি ‘প্রেসার গ্রুপ’। সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পেজে সিআইআরডিএপ অডিটোরিয়ামে দেওয়া আগের সপ্তাহের বক্তব্যের অংশ প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

শফিকুলের ব্যাখ্যায়, গত ১৫ বছরে সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক স্বাধীনতা নিশ্চিত না হওয়ায় এবং “শীর্ষ সাংবাদিকদের পক্ষপাতদুষ্ট ভূমিকায়” ক্ষোভ ও অবিশ্বাস জমেছে—সেখান থেকেই এই চাপসৃষ্টিকারীরা সংগঠিত হয়েছেন। তার ভাষায়, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না। বলছি প্রেসার গ্রুপ। সেটি তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।”

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালের ২৮ জুলাই কয়েকজন শীর্ষ সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আন্দোলনকারীদের বিরুদ্ধে “খুন করার” আহ্বান জানিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, সেই উস্কানিমূলক বক্তব্য আজও প্রেসার গ্রুপটিকে আতঙ্কিত করছে। শফিকুল মতে, এ ধরনের বক্তব্য আবারও পুনরাবৃত্তির ভয় থেকেই তারা সংগঠিত হয়ে চাপ সৃষ্টি করতে চাইছে।

সচিবের পর্যবেক্ষণে, গণমাধ্যম যখন দায়িত্বশীল ভূমিকায় ব্যর্থ হয়, ভিক্টিম সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবেই বিকল্প মঞ্চ খুঁজে নেয়—যা কখনও সামাজিক যোগাযোগমাধ্যম, কখনও রাস্তায় সংগঠিত প্রতিবাদ বা তথ্য ফাঁসের মাধ্যমে প্রকাশ পায়।

আবু সাঈদ হত্যাকাণ্ডে এক বছরেও বিচার হয়নি, পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘মব নয়, এটিকে বলুন প্রেসার গ্রুপ’—সাংবাদিকতার ব্যর্থতায় জন্ম নেওয়া নতুন স্রোত দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় ০৯:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাম্প্রতিক সময়ে যাদের অনেকেই ‘মব’ হিসেবে চিহ্নিত করছেন, তারা আসলে সাংবাদিকতার দীর্ঘমেয়াদি ব্যর্থতায় তৈরি হওয়া একটি ‘প্রেসার গ্রুপ’। সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পেজে সিআইআরডিএপ অডিটোরিয়ামে দেওয়া আগের সপ্তাহের বক্তব্যের অংশ প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

শফিকুলের ব্যাখ্যায়, গত ১৫ বছরে সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক স্বাধীনতা নিশ্চিত না হওয়ায় এবং “শীর্ষ সাংবাদিকদের পক্ষপাতদুষ্ট ভূমিকায়” ক্ষোভ ও অবিশ্বাস জমেছে—সেখান থেকেই এই চাপসৃষ্টিকারীরা সংগঠিত হয়েছেন। তার ভাষায়, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না। বলছি প্রেসার গ্রুপ। সেটি তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।”

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালের ২৮ জুলাই কয়েকজন শীর্ষ সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আন্দোলনকারীদের বিরুদ্ধে “খুন করার” আহ্বান জানিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, সেই উস্কানিমূলক বক্তব্য আজও প্রেসার গ্রুপটিকে আতঙ্কিত করছে। শফিকুল মতে, এ ধরনের বক্তব্য আবারও পুনরাবৃত্তির ভয় থেকেই তারা সংগঠিত হয়ে চাপ সৃষ্টি করতে চাইছে।

সচিবের পর্যবেক্ষণে, গণমাধ্যম যখন দায়িত্বশীল ভূমিকায় ব্যর্থ হয়, ভিক্টিম সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবেই বিকল্প মঞ্চ খুঁজে নেয়—যা কখনও সামাজিক যোগাযোগমাধ্যম, কখনও রাস্তায় সংগঠিত প্রতিবাদ বা তথ্য ফাঁসের মাধ্যমে প্রকাশ পায়।