মধ্যপ্রাচ্যে অল্পসংখ্যক বাংলাদেশির অপরাধের কারণে বৃহৎ সংখ্যক প্রবাসী বাংলাদেশি সমস্যায় পড়ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (২ জুলাই) ঢাকার মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি কয়েকবার মধ্যপ্রাচ্যে গিয়েছি। ওখানে শুনেছি, নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মারামারিতে জড়ায়। এমনকি সৌদি আরবের একটি এলাকায় বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই ও লুট করতে গিয়ে বাড়িতে ঢুকে হাত কেটে দেয়—এমন ঘটনাও ঘটেছে।”
এ বিষয়ে স্থানীয়দের প্রতিক্রিয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “জিজ্ঞেস করেছিলাম, পুলিশে খবর দেন না কেন? তারা বলেছে, পুলিশে জানালে সবাইকে বের করে দেবে।”
তিনি জানান, এসব অপরাধের কারণে নিরীহ প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। “দশজন বাজে কাজ করে, আর এর জন্য সাফার করে দশ হাজার, দশ লাখ লোক,” বলেন তিনি।
আসিফ নজরুল আরও জানান, বাহরাইনে একজন মালিককে হত্যার ঘটনায় দেশটিতে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ হয়ে গেছে।
তিনি প্রবাসী বাংলাদেশিদের এসব বিষয়ে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।