ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বড় পরি’বর্তন: মুক্তিযো’দ্ধা কোটা বাদ, যুক্ত হতে পারে ‘জুলাই গণঅ’ভ্যুত্থান’ কোটা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রস্তুত হচ্ছে নতুন নীতিমালা। এবার নীতিমালায় আসছে বড় ধরনের পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হতে পারে কোটা বণ্টনে, যেখানে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রস্তাব থাকছে এবং নতুন করে যুক্ত হতে পারে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা।

প্রতিবছরের মতো এবারও শিক্ষা মন্ত্রণালয় ভর্তি প্রক্রিয়া শুরুর আগে একটি নীতিমালা তৈরি করছে। চলতি মাসেই সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। খসড়া নীতিমালায় দেখা যাচ্ছে, বর্তমানে প্রচলিত মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের সুপারিশ করেছে শিক্ষা বোর্ডগুলো। তাদের মতে, স্বাধীনতার প্রায় ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কলেজে সংরক্ষিত আসনের যৌক্তিকতা নেই।

বর্তমানে একাদশ শ্রেণিতে মেধা কোটায় ৯৩ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ থাকে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২ শতাংশ রাখা হয় শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য। তবে এবার এই ৭ শতাংশ কোটা সম্পূর্ণ বাতিল করার সুপারিশ উঠেছে বোর্ড থেকে।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে কোটা অন্তর্ভুক্তির বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে চলতি বছর প্রথমবারের মতো ‘চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান’ পরবর্তী একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এ প্রেক্ষাপটে যারা আন্দোলনে আহত হয়েছেন বা যাদের পরিবার আন্দোলনের শিকার, তাদের জন্য সীমিত হারে একটি ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা অন্তর্ভুক্ত করার চিন্তা করছে মন্ত্রণালয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নীতিমালার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

“চাঁদাবাজির অভিযোগে অপবাদ না দিয়ে প্রমাণ দিন”— ময়মনসিংহে বিএনপিকে চরমোনাই পীরের চ্যালেঞ্জ

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বড় পরি’বর্তন: মুক্তিযো’দ্ধা কোটা বাদ, যুক্ত হতে পারে ‘জুলাই গণঅ’ভ্যুত্থান’ কোটা

আপডেট সময় ১১:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রস্তুত হচ্ছে নতুন নীতিমালা। এবার নীতিমালায় আসছে বড় ধরনের পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হতে পারে কোটা বণ্টনে, যেখানে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রস্তাব থাকছে এবং নতুন করে যুক্ত হতে পারে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা।

প্রতিবছরের মতো এবারও শিক্ষা মন্ত্রণালয় ভর্তি প্রক্রিয়া শুরুর আগে একটি নীতিমালা তৈরি করছে। চলতি মাসেই সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। খসড়া নীতিমালায় দেখা যাচ্ছে, বর্তমানে প্রচলিত মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের সুপারিশ করেছে শিক্ষা বোর্ডগুলো। তাদের মতে, স্বাধীনতার প্রায় ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কলেজে সংরক্ষিত আসনের যৌক্তিকতা নেই।

বর্তমানে একাদশ শ্রেণিতে মেধা কোটায় ৯৩ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ থাকে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২ শতাংশ রাখা হয় শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য। তবে এবার এই ৭ শতাংশ কোটা সম্পূর্ণ বাতিল করার সুপারিশ উঠেছে বোর্ড থেকে।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে কোটা অন্তর্ভুক্তির বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে চলতি বছর প্রথমবারের মতো ‘চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান’ পরবর্তী একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এ প্রেক্ষাপটে যারা আন্দোলনে আহত হয়েছেন বা যাদের পরিবার আন্দোলনের শিকার, তাদের জন্য সীমিত হারে একটি ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা অন্তর্ভুক্ত করার চিন্তা করছে মন্ত্রণালয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নীতিমালার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।