ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ২৩ দেশের জোট, বোগোটায় জরুরি সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগে কঠোর পদক্ষেপ নিতে জোটবদ্ধ হয়েছে বিশ্বের ২৩টি দেশ। এই জোটের সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ, স্পেন এবং আয়ারল্যান্ড। আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই দেশগুলো অংশ নিচ্ছে এক জরুরি সম্মেলনে, যেখানে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনি পদক্ষেপের পথ নির্ধারণ করা হবে।

জোটের অন্যতম উদ্যোক্তা দক্ষিণ আফ্রিকা এবং কলম্বিয়া সম্মেলনের যৌথ আয়োজক। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়কমন্ত্রী রোনাল্ড লামোলা জানান, গত জানুয়ারিতে গঠিত ‘হেগ গ্রুপ’-এর মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনের পক্ষে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করা। বোগোটা সম্মেলন তারই ধারাবাহিক অংশ।

তিনি বলেন, “আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই—কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধের দায় এড়ানো যাবে না।” একই সুরে কথা বলেন কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির। তিনি বলেন, “গণহত্যা শুধু একটি জাতিকে ধ্বংস করে না, এটি বিশ্ব মানবিক মূল্যবোধের জন্য হুমকি।”

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে দুর্বিষহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে, যার মধ্যে অন্তত ২০ লাখ মানুষ খাদ্যসংকটে রয়েছে। এই প্রেক্ষাপটে বোগোটা সম্মেলন আন্তর্জাতিক মহলে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, কাতার, স্পেন, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে, ফিলিস্তিন এবং নতুনভাবে যুক্ত হওয়া বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

“চাঁদাবাজির অভিযোগে অপবাদ না দিয়ে প্রমাণ দিন”— ময়মনসিংহে বিএনপিকে চরমোনাই পীরের চ্যালেঞ্জ

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ২৩ দেশের জোট, বোগোটায় জরুরি সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগে কঠোর পদক্ষেপ নিতে জোটবদ্ধ হয়েছে বিশ্বের ২৩টি দেশ। এই জোটের সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ, স্পেন এবং আয়ারল্যান্ড। আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই দেশগুলো অংশ নিচ্ছে এক জরুরি সম্মেলনে, যেখানে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনি পদক্ষেপের পথ নির্ধারণ করা হবে।

জোটের অন্যতম উদ্যোক্তা দক্ষিণ আফ্রিকা এবং কলম্বিয়া সম্মেলনের যৌথ আয়োজক। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়কমন্ত্রী রোনাল্ড লামোলা জানান, গত জানুয়ারিতে গঠিত ‘হেগ গ্রুপ’-এর মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনের পক্ষে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করা। বোগোটা সম্মেলন তারই ধারাবাহিক অংশ।

তিনি বলেন, “আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই—কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধের দায় এড়ানো যাবে না।” একই সুরে কথা বলেন কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির। তিনি বলেন, “গণহত্যা শুধু একটি জাতিকে ধ্বংস করে না, এটি বিশ্ব মানবিক মূল্যবোধের জন্য হুমকি।”

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে দুর্বিষহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে, যার মধ্যে অন্তত ২০ লাখ মানুষ খাদ্যসংকটে রয়েছে। এই প্রেক্ষাপটে বোগোটা সম্মেলন আন্তর্জাতিক মহলে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, কাতার, স্পেন, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে, ফিলিস্তিন এবং নতুনভাবে যুক্ত হওয়া বাংলাদেশ।