ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং চলবে না: ভিপি সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। নতুন বাংলাদেশে পেছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করলে পরিণতি হবে ফ্যাসিস্ট হাসিনার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু) ভিপি সাদিক কায়েম।

 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-যুব উৎসবে এসব মন্তব্য করেন তিনি।

 

এ সময় রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন-একটি দল নোট অব ডিসেন্ট দিয়ে বারবার ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র সংস্কারে বাধা দিলে তরুণ সমাজ তা বরদাস্ত করবে না।

 

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত ১৬ বছরে দিল্লির দালালেরা শত শত বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি বা ধর্ষকের ঠাঁই হবে না। যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়-তাদেরও জায়গা হবে না।

 

সমাবেশে তরুণদের ভোটাধিকার নিয়ে তিনি বলেন, গত তিনবার ১৮ থেকে ৩৫ বছরের যুবকরা ভোট দিতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে তরুণরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শহিদদের আকাঙ্খার বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

 

চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান ও ছাত্র-যুব উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-যুব উৎসব এ প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

 

বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মিজানুর রহমান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং চলবে না: ভিপি সাদিক কায়েম

আপডেট সময় ০৯:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। নতুন বাংলাদেশে পেছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করলে পরিণতি হবে ফ্যাসিস্ট হাসিনার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু) ভিপি সাদিক কায়েম।

 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-যুব উৎসবে এসব মন্তব্য করেন তিনি।

 

এ সময় রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন-একটি দল নোট অব ডিসেন্ট দিয়ে বারবার ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র সংস্কারে বাধা দিলে তরুণ সমাজ তা বরদাস্ত করবে না।

 

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত ১৬ বছরে দিল্লির দালালেরা শত শত বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি বা ধর্ষকের ঠাঁই হবে না। যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়-তাদেরও জায়গা হবে না।

 

সমাবেশে তরুণদের ভোটাধিকার নিয়ে তিনি বলেন, গত তিনবার ১৮ থেকে ৩৫ বছরের যুবকরা ভোট দিতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে তরুণরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শহিদদের আকাঙ্খার বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

 

চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান ও ছাত্র-যুব উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-যুব উৎসব এ প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

 

বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মিজানুর রহমান প্রমুখ।