ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের জন্য স্পষ্ট আইন জরুরি: সিইসি নাসির উদ্দিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, গণভোট আয়োজনের জন্য একটি সুস্পষ্ট আইন প্রণয়ন এখন সময়ের দাবি। তিনি জানান, গণভোটের পদ্ধতি, ব্যালট, ব্যালট বাক্সসহ কাঠামোগত বিষয়ে সিদ্ধান্ত দিতে হলে আগে আইন থাকতে হবে। আইন প্রণয়ন হলে নির্বাচন কমিশনের ওপর দায়বদ্ধতা তৈরি হবে এবং তখন থেকেই রেফারেন্ডাম নিয়ে কার্যত প্রস্তুতি ও অনুশীলন শুরু করা সম্ভব হবে।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এই সংলাপে সিইসি বলেন, সকালে বহু বক্তা গণভোট প্রসঙ্গ তুললেও আইন ছাড়া কোনো কাঠামো নির্ধারণ করা যায় না। তিনি মনে করিয়ে দেন, জিয়াউর রহমান ও এরশাদ সরকার রেফারেন্ডাম আইন করলেও বর্তমানে একটি হালনাগাদ আইন জরুরি। পাকিস্তান আমল থেকে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়।

তার ভাষায়, “রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়। তাই আমরা কম কথা, বেশি কাজের নীতি অনুসরণ করছি।”

সিসিটিভি নজরদারি ও সাংবাদিকদের স্বাধীন উপস্থিতিকে স্বচ্ছ নির্বাচন আয়োজনের মূল শর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ লুকিয়ে নয়, উন্মুক্তভাবে করতে চান। গুড অবজারভার, মুক্ত সাংবাদিকতা ও সিসিটিভি ক্যামেরা—সবই স্বচ্ছতার নিশ্চয়তা বাড়াবে।

তিনি আরও জানান, ইসি ন্যায়নীতি, আইন ও বিধি প্রয়োগে কোনো আপস করবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনই তাদের প্রধান অঙ্গীকার, যেখানে রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোটারদের সহযোগিতা অপরিহার্য।

দুপুরের সেশনে বিএনপি, জিওপি, নাগরিক ঐক্য, বিআরপি ও বাসদ মার্কসবাদীর সঙ্গে সংলাপ হয়। সকালে অংশ নেয় জামায়াতে ইসলামী, মাইনোরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টি। এর আগে ইসি মোট ৩৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে।

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে মাদক নিশ্চিহ্ন করা হবে, থাকবে না সন্ত্রাসও: বিএনপি নেতা রফিকুল ইসলাম

গণভোটের জন্য স্পষ্ট আইন জরুরি: সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় ০৯:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, গণভোট আয়োজনের জন্য একটি সুস্পষ্ট আইন প্রণয়ন এখন সময়ের দাবি। তিনি জানান, গণভোটের পদ্ধতি, ব্যালট, ব্যালট বাক্সসহ কাঠামোগত বিষয়ে সিদ্ধান্ত দিতে হলে আগে আইন থাকতে হবে। আইন প্রণয়ন হলে নির্বাচন কমিশনের ওপর দায়বদ্ধতা তৈরি হবে এবং তখন থেকেই রেফারেন্ডাম নিয়ে কার্যত প্রস্তুতি ও অনুশীলন শুরু করা সম্ভব হবে।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এই সংলাপে সিইসি বলেন, সকালে বহু বক্তা গণভোট প্রসঙ্গ তুললেও আইন ছাড়া কোনো কাঠামো নির্ধারণ করা যায় না। তিনি মনে করিয়ে দেন, জিয়াউর রহমান ও এরশাদ সরকার রেফারেন্ডাম আইন করলেও বর্তমানে একটি হালনাগাদ আইন জরুরি। পাকিস্তান আমল থেকে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়।

তার ভাষায়, “রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়। তাই আমরা কম কথা, বেশি কাজের নীতি অনুসরণ করছি।”

সিসিটিভি নজরদারি ও সাংবাদিকদের স্বাধীন উপস্থিতিকে স্বচ্ছ নির্বাচন আয়োজনের মূল শর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ লুকিয়ে নয়, উন্মুক্তভাবে করতে চান। গুড অবজারভার, মুক্ত সাংবাদিকতা ও সিসিটিভি ক্যামেরা—সবই স্বচ্ছতার নিশ্চয়তা বাড়াবে।

তিনি আরও জানান, ইসি ন্যায়নীতি, আইন ও বিধি প্রয়োগে কোনো আপস করবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনই তাদের প্রধান অঙ্গীকার, যেখানে রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোটারদের সহযোগিতা অপরিহার্য।

দুপুরের সেশনে বিএনপি, জিওপি, নাগরিক ঐক্য, বিআরপি ও বাসদ মার্কসবাদীর সঙ্গে সংলাপ হয়। সকালে অংশ নেয় জামায়াতে ইসলামী, মাইনোরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টি। এর আগে ইসি মোট ৩৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে।