মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনিবার (২৬ জুলাই) হাজার হাজার মানুষ জমায়েত হয়ে দেশটির প্রধানমন্ত্রী ইব্রাহিম আনোয়ারের পদত্যাগের দাবি জানিয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে তারা এই বিক্ষোভে অংশ নেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভকারীরা কালো টি-শার্ট পরে ‘তুরান আনোয়ার’ (আনোয়ারকে সরিয়ে দিন) স্লোগানে রাজধানী প্রকম্পিত করেন। কুয়ালালামপুরের স্বাধীনতা স্কয়ারে বিরোধী দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। পুলিশের হিসেবে, প্রায় ১৮ হাজার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে ইব্রাহিম আনোয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার নেতৃত্বে দেশটি অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি ও জনজীবনের ব্যয়বৃদ্ধির সম্মুখীন হয়, যার ফলে জনসাধারণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
জনমতের চাপ মোকাবিলায় চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী আনোয়ার দরিদ্র পরিবারগুলোর জন্য নগদ সহায়তা, অতিরিক্ত ভর্তুকি এবং জ্বালানির মূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সমালোচকদের মতে, এসব প্রতিশ্রুতি এখনো বাস্তবে রূপ নেয়নি, যার ফলে জনরোষ ক্রমেই তীব্র হচ্ছে।