ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ট্রোক করা মাকে হাসপাতালে নেওয়ায় পরীক্ষা মিস: আনিসা পাচ্ছেন বিশেষ সুযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

স্ট্রোক আক্রান্ত মাকে হাসপাতালে নিতে গিয়ে এইচএসসি পরীক্ষার একটি পত্র দিতে পারেননি আনিসা আহমেদ নামে এক শিক্ষার্থী। তবে মানবিক বিবেচনায় আনিসাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট (ব্যারিস্টার-অ্যাট-ল) মো. রুহুল কুদ্দুস (কাজল)। বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি আনিসার ঘটনাটি তুলে ধরেন এবং জানান, মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিন্তে দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্যারিস্টার কাজল লেখেন, “আলহামদুলিল্লাহ। এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার কথা হয়েছে। তার নাম আনিসা আহমেদ। আজ তার মাকে স্ট্রোক করে হাসপাতালে নিতে হয়েছিল। কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যারের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা বিশেষ বিবেচনায় আজকের পরীক্ষা পরবর্তীতে নেওয়ার চেষ্টা করছেন।”

তিনি আরও জানান, আনিসার বাবা দুই বছর আগে মারা গেছেন, এবং অসুস্থ মায়ের দেখভালের দায়িত্ব একমাত্র আনিসার ওপর। এমন প্রেক্ষাপটে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীটিকে সর্বোচ্চ সহযোগিতা করছে।

আইনগত সহায়তা প্রসঙ্গে ব্যারিস্টার কাজল বলেন, “আমি আনিসা ও তার পরিবারকে আশ্বস্ত করেছি—২০০০ সালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৩২ শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার মামলার নজির অনুযায়ী, প্রয়োজন হলে আইনি সহায়তা দেওয়া হবে।”

আনিসার কলেজ ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষার দিন তার কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় পরীক্ষায় বসতে পারেননি তিনি।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

স্ট্রোক করা মাকে হাসপাতালে নেওয়ায় পরীক্ষা মিস: আনিসা পাচ্ছেন বিশেষ সুযোগ

আপডেট সময় ১২:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

স্ট্রোক আক্রান্ত মাকে হাসপাতালে নিতে গিয়ে এইচএসসি পরীক্ষার একটি পত্র দিতে পারেননি আনিসা আহমেদ নামে এক শিক্ষার্থী। তবে মানবিক বিবেচনায় আনিসাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট (ব্যারিস্টার-অ্যাট-ল) মো. রুহুল কুদ্দুস (কাজল)। বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি আনিসার ঘটনাটি তুলে ধরেন এবং জানান, মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিন্তে দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্যারিস্টার কাজল লেখেন, “আলহামদুলিল্লাহ। এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার কথা হয়েছে। তার নাম আনিসা আহমেদ। আজ তার মাকে স্ট্রোক করে হাসপাতালে নিতে হয়েছিল। কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যারের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা বিশেষ বিবেচনায় আজকের পরীক্ষা পরবর্তীতে নেওয়ার চেষ্টা করছেন।”

তিনি আরও জানান, আনিসার বাবা দুই বছর আগে মারা গেছেন, এবং অসুস্থ মায়ের দেখভালের দায়িত্ব একমাত্র আনিসার ওপর। এমন প্রেক্ষাপটে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীটিকে সর্বোচ্চ সহযোগিতা করছে।

আইনগত সহায়তা প্রসঙ্গে ব্যারিস্টার কাজল বলেন, “আমি আনিসা ও তার পরিবারকে আশ্বস্ত করেছি—২০০০ সালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৩২ শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার মামলার নজির অনুযায়ী, প্রয়োজন হলে আইনি সহায়তা দেওয়া হবে।”

আনিসার কলেজ ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষার দিন তার কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় পরীক্ষায় বসতে পারেননি তিনি।