ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—রোববার (৬ জুলাই) এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে এ খবর জানা গেছে।
ঘটনার সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়, যাতে জনগণ নিরাপদ আশ্রয় নিতে পারে।
ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, হুতিরা হামলা অব্যাহত রাখলে ইয়েমেনের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, তারা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়।
তবে ইসরায়েল জানিয়েছে, তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে অথবা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল হুতিদের বিভিন্ন ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে বলেও জানায় আইডিএফ।