ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘সময় ভালো যাচ্ছে না, তবে আশাবাদী আমি’— তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন।” তবে একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি সবসময় আশাবাদী মানুষ। আমি মনে করি, এরপর ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে।”

আজ মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস–২০২৫’ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)

মির্জা ফখরুল বলেন, “আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক বেশি যোগ্য হয়ে উঠছে। তারা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।” তিনি আরও বলেন, “তর্ক আছে, মতভেদ আছে—এটাই গণতন্ত্র। আমি বলব, লিবারেল ডেমোক্রেসি মানেই হচ্ছে কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। সবাইকে সে স্বাধীনতা দিতে হবে।”

তিনি রাজনৈতিক সমস্যা সমাধানে প্রজন্মের ব্যবধানকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন। বলেন, “জেন-জিদের (Gen-Z) সঙ্গে আমাদের পরিচয় খুবই কম। তাদের চিন্তাভাবনা বুঝতে সময় লাগে। ঢাকার চিন্তা আর ঠাকুরগাঁওয়ের চিন্তা এক না। এই দূরত্বটা কমাতে হবে।”

বিতর্ক অনুষ্ঠানে বিতার্কিকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমার একটা আপত্তি আছে—‘মাননীয় প্রধানমন্ত্রী’, ‘মাননীয় স্পিকার’ কথাগুলো কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয়, এই ‘মাননীয়’ শব্দ থেকেই স্বৈরাচারের জন্ম হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কেউ মন্ত্রী হলে তার মানসিকতা বদলে যায়। সামনের গাড়ি, পেছনের গাড়ি, বাঁশি—এসবই এক ধরণের কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি করে, যা গণতন্ত্রের পরিপন্থি।”

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

‘সময় ভালো যাচ্ছে না, তবে আশাবাদী আমি’— তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন।” তবে একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি সবসময় আশাবাদী মানুষ। আমি মনে করি, এরপর ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে।”

আজ মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস–২০২৫’ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)

মির্জা ফখরুল বলেন, “আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক বেশি যোগ্য হয়ে উঠছে। তারা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।” তিনি আরও বলেন, “তর্ক আছে, মতভেদ আছে—এটাই গণতন্ত্র। আমি বলব, লিবারেল ডেমোক্রেসি মানেই হচ্ছে কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। সবাইকে সে স্বাধীনতা দিতে হবে।”

তিনি রাজনৈতিক সমস্যা সমাধানে প্রজন্মের ব্যবধানকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন। বলেন, “জেন-জিদের (Gen-Z) সঙ্গে আমাদের পরিচয় খুবই কম। তাদের চিন্তাভাবনা বুঝতে সময় লাগে। ঢাকার চিন্তা আর ঠাকুরগাঁওয়ের চিন্তা এক না। এই দূরত্বটা কমাতে হবে।”

বিতর্ক অনুষ্ঠানে বিতার্কিকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমার একটা আপত্তি আছে—‘মাননীয় প্রধানমন্ত্রী’, ‘মাননীয় স্পিকার’ কথাগুলো কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয়, এই ‘মাননীয়’ শব্দ থেকেই স্বৈরাচারের জন্ম হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কেউ মন্ত্রী হলে তার মানসিকতা বদলে যায়। সামনের গাড়ি, পেছনের গাড়ি, বাঁশি—এসবই এক ধরণের কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি করে, যা গণতন্ত্রের পরিপন্থি।”