ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বর্ষার ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানার ওসি প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ মে) ফরিদপুর জেলা পুলিশ সুপার এ আদেশ দেন।

জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন বর্ষা। এর আগে তিনি নিজের ছোট বোনকে ইভটিজিংয়ের ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে, সেখান থেকে ফিরে আসার সময়েই তার ওপর এ হামলা চালানো হয়। ঘটনার নিন্দা জানিয়ে এবং প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ জানিয়ে আসছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।” তিনি আরও জানান, এ নির্দেশ শনিবারই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এদিকে, ঘটনার পরপরই ফরিদপুর থেকে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা। সংগঠনের ফরিদপুর শাখার মুখ্য সংগঠক শাহ্ মো. আরাফাত বলেন, “ভবুকদিয়ায় হামলার খবর শুনেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে উপস্থিত সন্ত্রাসীরা আমাদের ওপরও হামলা চালায়। প্রশাসন অনেক পরে এলেও কোনো কার্যকর ভূমিকা নেয়নি। এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।”

শাহ্ আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এসি গাড়িতে পুলিশ প্রোটেকশন নিয়ে ঘোরেন, অথচ জেলা পর্যায়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন না—এটা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”

এই ঘটনার প্রেক্ষিতে ফরিদপুরের আন্দোলন কর্মীরা প্রশাসনের প্রতি কঠোর সমালোচনা করেছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গুগল ফোন অ্যাপে বড় পরিবর্তন: নতুন ডিজাইন ও অভিজ্ঞতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বর্ষার ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় ১২:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ মে) ফরিদপুর জেলা পুলিশ সুপার এ আদেশ দেন।

জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন বর্ষা। এর আগে তিনি নিজের ছোট বোনকে ইভটিজিংয়ের ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে, সেখান থেকে ফিরে আসার সময়েই তার ওপর এ হামলা চালানো হয়। ঘটনার নিন্দা জানিয়ে এবং প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলে ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ জানিয়ে আসছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।” তিনি আরও জানান, এ নির্দেশ শনিবারই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এদিকে, ঘটনার পরপরই ফরিদপুর থেকে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা। সংগঠনের ফরিদপুর শাখার মুখ্য সংগঠক শাহ্ মো. আরাফাত বলেন, “ভবুকদিয়ায় হামলার খবর শুনেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে উপস্থিত সন্ত্রাসীরা আমাদের ওপরও হামলা চালায়। প্রশাসন অনেক পরে এলেও কোনো কার্যকর ভূমিকা নেয়নি। এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।”

শাহ্ আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এসি গাড়িতে পুলিশ প্রোটেকশন নিয়ে ঘোরেন, অথচ জেলা পর্যায়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন না—এটা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”

এই ঘটনার প্রেক্ষিতে ফরিদপুরের আন্দোলন কর্মীরা প্রশাসনের প্রতি কঠোর সমালোচনা করেছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।