ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টাদের এপিএস-পিওসহ চারজনকে জিজ্ঞাসাবাদে ডাকলো দুদক, অভিযোগে দুর্নীতির হদিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক ও বর্তমান উপদেষ্টাদের এপিএস ও পিওসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ মে ডাকা হয়েছে। এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ডাকা হয়েছে ২১ মে, আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেনকে ডাকা হয়েছে ২২ মে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য, ও পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্য’-এর অভিযোগ রয়েছে।

এর আগে, দুর্নীতির অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেনকে ৮ এপ্রিলই পদত্যাগে নির্দেশ দেন উপদেষ্টা, যা ২২ এপ্রিল প্রজ্ঞাপন আকারে কার্যকর হয়। একইভাবে তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

এনসিপি থেকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে। তার নাম উঠে এসেছে এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় দুর্নীতির অভিযোগে।

সব মিলিয়ে, উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহলে দুর্নীতির জাল ভেঙে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যার গভীরে যেতে তৎপর হয়ে উঠেছে দুদক।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি আলোচনায় বসছে, সম্ভাব্য বৈঠক নরওয়েতে

উপদেষ্টাদের এপিএস-পিওসহ চারজনকে জিজ্ঞাসাবাদে ডাকলো দুদক, অভিযোগে দুর্নীতির হদিস

আপডেট সময় ০৮:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক ও বর্তমান উপদেষ্টাদের এপিএস ও পিওসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ মে ডাকা হয়েছে। এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ডাকা হয়েছে ২১ মে, আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেনকে ডাকা হয়েছে ২২ মে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য, ও পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্য’-এর অভিযোগ রয়েছে।

এর আগে, দুর্নীতির অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেনকে ৮ এপ্রিলই পদত্যাগে নির্দেশ দেন উপদেষ্টা, যা ২২ এপ্রিল প্রজ্ঞাপন আকারে কার্যকর হয়। একইভাবে তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

এনসিপি থেকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে। তার নাম উঠে এসেছে এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় দুর্নীতির অভিযোগে।

সব মিলিয়ে, উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহলে দুর্নীতির জাল ভেঙে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যার গভীরে যেতে তৎপর হয়ে উঠেছে দুদক।