ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, তিন দিনে পুড়েছে ৭০ হাজার একর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনদিন ধরে চলমান একটি ভয়াবহ দাবানল বিপর্যস্ত করে তুলেছে স্থানীয় জনপদ। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানল ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ৭০ হাজার ৮০০ একর এলাকায়, যা চলতি বছরের মধ্যে রাজ্যটির সবচেয়ে বড় অগ্নিকাণ্ড।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চল সান লুইস অবিসপো কাউন্টিতে দাবানলটির সূত্রপাত ঘটে গত বুধবার (২ জুলাই)। আগুনের ঝুঁকিতে থাকা বহু ঘরবাড়ি ও স্থাপনা থেকে প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

রাজ্যের অগ্নিনির্বাপণ সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৬০০’র বেশি দমকল কর্মী, মোতায়েন করা হয়েছে ৪০টি ফায়ার ইঞ্জিন। তবে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাস পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিকভাবে শুষ্ক শীত ও বসন্ত দেখা গেছে, যার ফলে ব্যাপক এলাকাজুড়ে আগাছা ও গাছপালা শুকিয়ে রয়েছে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

উল্লেখ্য, গত বছর লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটে, যার স্মৃতি এখনও তাজা ক্যালিফোর্নিয়াবাসীর মনে। এবারের দাবানল আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের জরুরি প্রস্ততি নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

৬ আগস্ট ২০২৪: “দ্বিতীয় স্বাধীনতার দিন”

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, তিন দিনে পুড়েছে ৭০ হাজার একর

আপডেট সময় ১২:০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনদিন ধরে চলমান একটি ভয়াবহ দাবানল বিপর্যস্ত করে তুলেছে স্থানীয় জনপদ। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানল ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ৭০ হাজার ৮০০ একর এলাকায়, যা চলতি বছরের মধ্যে রাজ্যটির সবচেয়ে বড় অগ্নিকাণ্ড।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চল সান লুইস অবিসপো কাউন্টিতে দাবানলটির সূত্রপাত ঘটে গত বুধবার (২ জুলাই)। আগুনের ঝুঁকিতে থাকা বহু ঘরবাড়ি ও স্থাপনা থেকে প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

রাজ্যের অগ্নিনির্বাপণ সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৬০০’র বেশি দমকল কর্মী, মোতায়েন করা হয়েছে ৪০টি ফায়ার ইঞ্জিন। তবে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাস পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিকভাবে শুষ্ক শীত ও বসন্ত দেখা গেছে, যার ফলে ব্যাপক এলাকাজুড়ে আগাছা ও গাছপালা শুকিয়ে রয়েছে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

উল্লেখ্য, গত বছর লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটে, যার স্মৃতি এখনও তাজা ক্যালিফোর্নিয়াবাসীর মনে। এবারের দাবানল আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের জরুরি প্রস্ততি নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।