ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলগামী ‘ম্যাজিক সিজ’ জাহাজে ইয়েমেনের হামলা, ডুবে যাওয়ার পথে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ‘ম্যাজিক সিজ’ নামের একটি বাণিজ্যিক জাহাজে জোরালো হামলার দাবি করেছে। বাহিনীর ভাষ্যমতে, জাহাজটির গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত একটি বন্দর। হামলায় ড্রোনবোট, ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়।

সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দফা বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানায়, ইসরায়েলি জাহাজ চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় তারা এই হামলা চালিয়েছে। জাহাজটি সতর্কতা অগ্রাহ্য করে চলতে থাকায় একযোগে সমুদ্র ও আকাশ থেকে হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, “নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে এবং দখলদার ইসরায়েলি বন্দর ব্যবহারে বাধা দিতেই এই আক্রমণ চালানো হয়েছে।”

হামলার পর জাহাজটিতে পানি ঢুকে পড়ে এবং সেটি এখন ডুবে যাওয়ার পথে বলে দাবি করা হয়। তবে মানবিক দিক বিবেচনায় জাহাজে থাকা ক্রুদের নিরাপদে চলে যেতে দেয়া হয়েছে বলেও জানায় ইয়েমেনি বাহিনী।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

ইসরায়েলগামী ‘ম্যাজিক সিজ’ জাহাজে ইয়েমেনের হামলা, ডুবে যাওয়ার পথে

আপডেট সময় ১০:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ‘ম্যাজিক সিজ’ নামের একটি বাণিজ্যিক জাহাজে জোরালো হামলার দাবি করেছে। বাহিনীর ভাষ্যমতে, জাহাজটির গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত একটি বন্দর। হামলায় ড্রোনবোট, ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়।

সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দফা বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানায়, ইসরায়েলি জাহাজ চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় তারা এই হামলা চালিয়েছে। জাহাজটি সতর্কতা অগ্রাহ্য করে চলতে থাকায় একযোগে সমুদ্র ও আকাশ থেকে হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, “নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে এবং দখলদার ইসরায়েলি বন্দর ব্যবহারে বাধা দিতেই এই আক্রমণ চালানো হয়েছে।”

হামলার পর জাহাজটিতে পানি ঢুকে পড়ে এবং সেটি এখন ডুবে যাওয়ার পথে বলে দাবি করা হয়। তবে মানবিক দিক বিবেচনায় জাহাজে থাকা ক্রুদের নিরাপদে চলে যেতে দেয়া হয়েছে বলেও জানায় ইয়েমেনি বাহিনী।