সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে ইরানে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের অধীনে থাকা বাসিজ আধাসামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নতুন করে আরও দুই গণমাধ্যম কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ায় এই সংখ্যা বেড়েছে।
সংস্থাটি দাবি করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের গণমাধ্যম অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল “সত্যের কণ্ঠস্বর নীরব করা” এবং প্রতিরোধ ফ্রন্টের মিডিয়া কার্যক্রম ধ্বংস করা।
১২ দিনব্যাপী সংঘাত শেষ হওয়ার পরেও ইরানে হতাহতের সংখ্যা বাড়ছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও অনেকে মৃত্যুবরণ করছেন, ফলে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ১৩ জুন ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তরে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ও মিডিয়া কমপ্লেক্সে বোমা হামলা চালায়, যার ফলে অনেক সাংবাদিক নিহত হন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ১,০৬০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক।
অপরদিকে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি একাধিক স্থাপনা, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে বলে সরকারি তথ্যসূত্রে জানানো হয়।