ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ভোটে অনিয়ম হলে একটি কেন্দ্র নয়, বরং পুরো নির্বাচনি আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এ শুধুমাত্র অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করার ক্ষমতা কমিশনের রয়েছে। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি এই ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত অষ্টম কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজুল মো. সানাউল্লাহ এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, “বর্তমান আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা সীমিত। আমরা চাচ্ছি, নির্বাচন প্রক্রিয়া যদি অনিয়মে ভরে যায়, তাহলে শুধু একটি কেন্দ্র নয়, বরং পুরো আসনের ভোট বাতিল করার ক্ষমতা কমিশনের হাতে থাকুক। আমরা সে অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করেছি।”

তিনি আরও জানান, সভায় আরপিও সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হলেও তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আগামী সভায় এ বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, এর আগে নির্বাচন কমিশনের এমন ক্ষমতা ছিল, তবে ২০০৯ সালে আইন সংশোধনের মাধ্যমে সেটি বাতিল করা হয়। এবার সেই ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

আপডেট সময় ১২:০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ভোটে অনিয়ম হলে একটি কেন্দ্র নয়, বরং পুরো নির্বাচনি আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এ শুধুমাত্র অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করার ক্ষমতা কমিশনের রয়েছে। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি এই ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত অষ্টম কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজুল মো. সানাউল্লাহ এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, “বর্তমান আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা সীমিত। আমরা চাচ্ছি, নির্বাচন প্রক্রিয়া যদি অনিয়মে ভরে যায়, তাহলে শুধু একটি কেন্দ্র নয়, বরং পুরো আসনের ভোট বাতিল করার ক্ষমতা কমিশনের হাতে থাকুক। আমরা সে অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করেছি।”

তিনি আরও জানান, সভায় আরপিও সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হলেও তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আগামী সভায় এ বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, এর আগে নির্বাচন কমিশনের এমন ক্ষমতা ছিল, তবে ২০০৯ সালে আইন সংশোধনের মাধ্যমে সেটি বাতিল করা হয়। এবার সেই ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।