আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে দেওয়া শেখ হাসিনার এক বক্তব্য আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে এবং সেটি বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল বলে মনে করেন বিচারপতিরা।
এর আগে, ১৯ জুন অনুষ্ঠিত শুনানিতে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণা করে।
এ রায়ের ফলে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আওয়ামী লীগের পক্ষ থেকে।