মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসা সম্পূর্ণভাবে সরকারের খরচে পরিচালিত হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় ইনস্টিটিউটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অনেকেই স্কিন ডোনেশন ও অর্থ সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই মুহূর্তে স্কিনের কোনো ঘাটতি নেই। হাসপাতালের সংরক্ষণে পর্যাপ্ত স্কিন মজুত রয়েছে। তাই স্কিন ডোনেশন গ্রহণ করা হচ্ছে না। পাশাপাশি কারও ব্যক্তিগত আর্থিক সহায়তারও প্রয়োজন নেই, কারণ সরকারের পক্ষ থেকে দগ্ধ শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় বহন করা হবে।
চিকিৎসাধীন শিশুদের সর্বশেষ অবস্থা তুলে ধরে ডা. নাসির জানান, এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে দুজন ক্রিটিক্যাল অবস্থায় থাকা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে আরও ছয়জন শিশু আশঙ্কাজনক অবস্থায় আছে এবং ১৩ জন গুরুতর অবস্থায় রয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ইন্টারমিডিয়েট পর্যায়ে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ২৩ জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরির রোগীর মধ্যে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, শিশুদের চিকিৎসায় একটি মাল্টিডিসিপ্লিনারি বোর্ড কাজ করছে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেশ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা চীন ও সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে চিকিৎসায় যুক্ত হচ্ছেন। কোনো ধরনের রাজনৈতিক বা ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়ে শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।