ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় প্রচারের জবাবে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় ‘প্রপাগান্ডা’ মোকাবিলায় বিশ্বজুড়ে কূটনৈতিক প্রচার শুরু করছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, যারা বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলো সফর করে পাকিস্তানের অবস্থান তুলে ধরবে।

রবিবার (১৮ মে) রেডিও পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়, ভারত-পাকিস্তান সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা এবং ভারতের একতরফা দোষারোপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে হামলার পর ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। ৬-৭ মে রাতে ভারত একাধিক বিমান হামলা চালায় পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে। পাল্টা জবাবে পাকিস্তান দাবি করে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং ভারতীয় ড্রোন প্রতিহত করেছে।

১০ মে মার্কিন হস্তক্ষেপে উভয় দেশ অস্ত্রবিরতি ঘোষণা করলেও পাকিস্তান অভিযোগ করছে যে, ভারত এখনো আগ্রাসী অবস্থান বজায় রেখেছে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচার দলের নেতৃত্বের দায়িত্ব দেন। প্রতিনিধিদলে রয়েছেন ড. মুসাদিক মালিক, ইঞ্জিনিয়ার খুররম দস্তগির, সিনেটর শেরি রহমান, হিনা রব্বানি খার, ফয়সাল সুবজোয়ারি, তহমিনা জানজুয়া এবং জালিল আব্বাস জিলানী।

প্রতিনিধিদলটি লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সফর করবে। সফরে তারা ভারতের ‘ভুয়া তথ্য প্রচার’ ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নস্যাৎ করার প্রচেষ্টা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করবে। পাশাপাশি, পাকিস্তানের শান্তির পক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হবে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় বিলাওয়াল বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি এবং দেশের স্বার্থে আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে, ভারতও সমান্তরাল কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছে। ভারত সরকার জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ বিশ্বের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানো হবে, যারা সন্ত্রাসবাদ ও ভারতের ‘জাতীয় ঐক্য’ নিয়ে তাদের অবস্থান তুলে ধরবে।

সূত্র: দ্য ডন, রেডিও পাকিস্তান

জনপ্রিয় সংবাদ

সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বিষয়ে হাইকোর্টের রুল জারি

ভারতীয় প্রচারের জবাবে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান

আপডেট সময় ০৫:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় ‘প্রপাগান্ডা’ মোকাবিলায় বিশ্বজুড়ে কূটনৈতিক প্রচার শুরু করছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, যারা বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলো সফর করে পাকিস্তানের অবস্থান তুলে ধরবে।

রবিবার (১৮ মে) রেডিও পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়, ভারত-পাকিস্তান সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা এবং ভারতের একতরফা দোষারোপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে হামলার পর ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। ৬-৭ মে রাতে ভারত একাধিক বিমান হামলা চালায় পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে। পাল্টা জবাবে পাকিস্তান দাবি করে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং ভারতীয় ড্রোন প্রতিহত করেছে।

১০ মে মার্কিন হস্তক্ষেপে উভয় দেশ অস্ত্রবিরতি ঘোষণা করলেও পাকিস্তান অভিযোগ করছে যে, ভারত এখনো আগ্রাসী অবস্থান বজায় রেখেছে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচার দলের নেতৃত্বের দায়িত্ব দেন। প্রতিনিধিদলে রয়েছেন ড. মুসাদিক মালিক, ইঞ্জিনিয়ার খুররম দস্তগির, সিনেটর শেরি রহমান, হিনা রব্বানি খার, ফয়সাল সুবজোয়ারি, তহমিনা জানজুয়া এবং জালিল আব্বাস জিলানী।

প্রতিনিধিদলটি লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সফর করবে। সফরে তারা ভারতের ‘ভুয়া তথ্য প্রচার’ ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নস্যাৎ করার প্রচেষ্টা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করবে। পাশাপাশি, পাকিস্তানের শান্তির পক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হবে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় বিলাওয়াল বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি এবং দেশের স্বার্থে আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে, ভারতও সমান্তরাল কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছে। ভারত সরকার জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ বিশ্বের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানো হবে, যারা সন্ত্রাসবাদ ও ভারতের ‘জাতীয় ঐক্য’ নিয়ে তাদের অবস্থান তুলে ধরবে।

সূত্র: দ্য ডন, রেডিও পাকিস্তান