ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সিটি কর্পোরেশনে ‘বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক’ নিয়োগের অভিযোগ, কঠোর সমালোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা মহানগরের স্থানীয় সরকার ব্যবস্থায় ‘বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক’ নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে।”

ইশরাকের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে লঙ্ঘন করা হচ্ছে। তিনি ঢাকাবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান, এ ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য।

তিনি লিখেছেন, “বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংস্কার না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে।”

ইশরাক আরও অভিযোগ করেন, রাজধানীতে ওয়ার্ডভিত্তিক ভোট ডাকাতির ‘সেটআপ’ চলছে। তিনি বলেন, “জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নেই বলে ঢাকার একটি আসনে শেখ হাসিনার মতো ভোট ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে। সে জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

ঢাকা সিটি কর্পোরেশনে ‘বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক’ নিয়োগের অভিযোগ, কঠোর সমালোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

আপডেট সময় ০৯:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

ঢাকা মহানগরের স্থানীয় সরকার ব্যবস্থায় ‘বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক’ নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে।”

ইশরাকের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে লঙ্ঘন করা হচ্ছে। তিনি ঢাকাবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান, এ ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য।

তিনি লিখেছেন, “বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংস্কার না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে।”

ইশরাক আরও অভিযোগ করেন, রাজধানীতে ওয়ার্ডভিত্তিক ভোট ডাকাতির ‘সেটআপ’ চলছে। তিনি বলেন, “জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নেই বলে ঢাকার একটি আসনে শেখ হাসিনার মতো ভোট ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে। সে জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে।”