ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গাজা যুদ্ধ বন্ধ করবেন না: অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর, ২৪ ঘণ্টায় নিহত ৮১ ফিলিস্তিনি

গাজায় চলমান সামরিক অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বন্দি বিনিময়ের শর্তে অস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা বিবেচনা করছেন তিনি। বুধবার (১৪ মে) আহত ইসরাইলি সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন নেতানিয়াহু। খবর: বিবিসি, আলজাজিরা ও টাইমস অব ইসরাইল।

নেতানিয়াহু বলেন, “হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের মুক্ত করা— এই দুটি লক্ষ্য একসঙ্গে অর্জন করতে হবে। হামাস যদি বলে আরও দশজন বন্দি মুক্তি দেবে, তবুও যুদ্ধ বন্ধ করব না।”

ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, জোট সঙ্গীদের আশ্বস্ত করে নেতানিয়াহু আরও বলেন, “হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তাহলে আমরা কেবল অস্থায়ী যুদ্ধবিরতির জন্যই রাজি হব, তাও কেবল বন্দি মুক্তির বিনিময়ে।”

ইতোমধ্যে ইসরাইলি আলোচক দলকে কাতারের দোহায় পাঠানো হয়েছে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে। মার্কিন কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে।

এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় রাতভর বিমান হামলায় প্রাণ হারান ৫১ জন এবং দক্ষিণ গাজার একটি হাসপাতালে চালানো হামলায় নিহত হন আরও ৩০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে মোট ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছেন।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। এরপর প্রায় দুই মাস গাজায় তুলনামূলক শান্তি বিরাজ করলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু হয়। নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

জনপ্রিয় সংবাদ

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

গাজা যুদ্ধ বন্ধ করবেন না: অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর, ২৪ ঘণ্টায় নিহত ৮১ ফিলিস্তিনি

আপডেট সময় ১১:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

গাজায় চলমান সামরিক অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বন্দি বিনিময়ের শর্তে অস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা বিবেচনা করছেন তিনি। বুধবার (১৪ মে) আহত ইসরাইলি সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন নেতানিয়াহু। খবর: বিবিসি, আলজাজিরা ও টাইমস অব ইসরাইল।

নেতানিয়াহু বলেন, “হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের মুক্ত করা— এই দুটি লক্ষ্য একসঙ্গে অর্জন করতে হবে। হামাস যদি বলে আরও দশজন বন্দি মুক্তি দেবে, তবুও যুদ্ধ বন্ধ করব না।”

ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, জোট সঙ্গীদের আশ্বস্ত করে নেতানিয়াহু আরও বলেন, “হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তাহলে আমরা কেবল অস্থায়ী যুদ্ধবিরতির জন্যই রাজি হব, তাও কেবল বন্দি মুক্তির বিনিময়ে।”

ইতোমধ্যে ইসরাইলি আলোচক দলকে কাতারের দোহায় পাঠানো হয়েছে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে। মার্কিন কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে।

এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় রাতভর বিমান হামলায় প্রাণ হারান ৫১ জন এবং দক্ষিণ গাজার একটি হাসপাতালে চালানো হামলায় নিহত হন আরও ৩০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে মোট ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছেন।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। এরপর প্রায় দুই মাস গাজায় তুলনামূলক শান্তি বিরাজ করলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু হয়। নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।