জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুনঃস্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের সংলাপ শেষে দলটির পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয়।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সংবাদ ব্রিফিংয়ে বলেন,
“সিপিবি ও কয়েকটি বাম দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই আমাদের এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে।”
তিনি আরও বলেন,
“একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন সময়ের দাবি।”
জাতীয় সাংবিধানিক কাউন্সিল নয়, ‘নিয়োগ কমিটি’র পক্ষে জামায়াত
ডা. তাহের আরও জানান, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পরিবর্তে তারা একটি সংবিধানিক নিয়োগ কমিটি গঠনের পক্ষে মত দিয়েছে। এই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি এবং মহাহিসাব রক্ষকসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের প্রস্তাব দেন তারা।
কমিটির কাঠামো সম্পর্কে তিনি বলেন,
“এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদের দুই কক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান বিচারপতির প্রতিনিধি এবং সব দলের অংশগ্রহণ থাকবে। এতে প্রধানমন্ত্রীর একক নিয়োগ ক্ষমতা আর থাকছে না। বরং এতে ভারসাম্য আসবে।”
তিনি অভিযোগ করে বলেন,
“বিগত সময়ের প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্য ও পক্ষপাত চলে এসেছে। সচিবালয়ে এখনো ফ্যাসিস্ট মনোভাবের লোকজন কাজ করছে। তাই এই ব্যবস্থা বাতিল করতে হবে।”

























