ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর, উধাও কলেজ কর্তৃপক্ষ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

প্রবেশপত্র না পাওয়ায় এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি জামালপুর পৌর এলাকার একটি কলেজের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) শিক্ষার্থীরা প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামের ওই প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। তবে কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, গত বুধবার (২৫ জুন) অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে হট্টগোল করেন। পরিস্থিতি বেগতিক হওয়ায় অধ্যক্ষসহ কলেজের সবাই সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে জানতে লাপাত্তা অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়টি জানা নেই উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

গণগ্রেপ্তার নয়, দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর, উধাও কলেজ কর্তৃপক্ষ

আপডেট সময় ০৫:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

প্রবেশপত্র না পাওয়ায় এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি জামালপুর পৌর এলাকার একটি কলেজের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) শিক্ষার্থীরা প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামের ওই প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। তবে কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, গত বুধবার (২৫ জুন) অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে হট্টগোল করেন। পরিস্থিতি বেগতিক হওয়ায় অধ্যক্ষসহ কলেজের সবাই সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে জানতে লাপাত্তা অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়টি জানা নেই উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’