জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরকারঘোষিত “নতুন বাংলাদেশ দিবস” নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট নয়।” তার দাবি, এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় এসেছিল, সেটাই নতুন বাংলাদেশের প্রকৃত সূচনা।
সরকারের সাম্প্রতিক ঘোষণায় ৮ আগস্টকে “নতুন বাংলাদেশ দিবস” হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, হাসনাত এই সিদ্ধান্তকে “ছাত্র-জনতার অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা” বলে আখ্যা দেন। তিনি বলেন, ৫ আগস্টের ইতিহাস বিকৃত করার যে কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না।
উল্লেখ্য, এর একদিন আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা দুটি পৃথক পরিপত্রে ৮ আগস্টকে “নতুন বাংলাদেশ দিবস” এবং ১৬ জুলাইকে “শহীদ আবু সাঈদ দিবস” হিসেবে ঘোষণা করে সরকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সূচনা দিন হিসেবে ৮ আগস্টকে চিহ্নিত করা হয়। তবে এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক এবং মতবিরোধ।