প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৮ জুলাই দিনটিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে। তিনি সোমবার (৩০ জুন) রাতেরOwn Verified Facebook পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, সরকার আগামী মঙ্গলবার জুলাই স্মরণের জন্য একটি ক্যালেন্ডার ঘোষণা করতে যাচ্ছে। এই ক্যালেন্ডারে ১৮ জুলাই তারিখটি সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে।
তিনি আরও লেখেন, বর্তমানে একটি ‘প্রেসার গ্রুপ’ তৈরি হচ্ছে, যা পুরানো সাংবাদিকতার ব্যর্থতার ফল। গত ১৫ বছরে সিভিল লিবার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে বক্তব্য দিয়েছেন, যেমন ‘এদের খুন করেন’ ও ‘পুলিশ কেন গুলি করছে না’, তা আজও পুনরাবৃত্তির ভয় রয়েছে।
শফিকুল আলম বলেন, “এই ভয়ের কারণে প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে,” যা বর্তমান পরিস্থিতির একটি গভীর সংকেত।