ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের ইতিবাচক সাড়া, ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে গতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

গাজায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাত অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক সাড়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ২১ মাস ধরে চলা ভয়াবহ সহিংসতার প্রেক্ষাপটে এই সাড়া নতুন এক সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

হামাস এক বিবৃতিতে জানায়, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির খসড়া শর্তাবলী কার্যকর করার বিষয়ে তারা “অবিলম্বে ও গুরুত্বসহকারে” আলোচনায় অংশ নিতে প্রস্তুত। এই ঘোষণাটি এসেছে এমন সময়, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সফরের আগেই হামাস অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে হামাসের ঘনিষ্ঠ মিত্র ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে— গাজায় জিম্মিদের মুক্তির পর ইসরায়েল যেন আবার আগ্রাসন শুরু না করে, সে ব্যাপারে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চাই।

হামাসের এই প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়েছেন। এয়ার ফোর্স ওয়ান থেকে শুক্রবার তিনি বলেন, “এটা ভালো। তারা আমাকে বিস্তারিত জানায়নি, তবে আমাদের এই বিষয়টা শেষ করতে হবে। গাজা নিয়ে আমাদের কিছু করতে হবে।”

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প গাজার মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেছিলেন, “আমি গাজার মানুষের নিরাপত্তা চাই। তারা নরকের মধ্যে বাস করছে।”

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লজ্জা, চীন-তুরস্ককেও দায়ী করলো ভারত: সেনা উপপ্রধানের বিস্ফোরক মন্তব্য

হামাসের ইতিবাচক সাড়া, ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে গতি

আপডেট সময় ০১:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

গাজায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাত অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক সাড়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ২১ মাস ধরে চলা ভয়াবহ সহিংসতার প্রেক্ষাপটে এই সাড়া নতুন এক সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

হামাস এক বিবৃতিতে জানায়, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির খসড়া শর্তাবলী কার্যকর করার বিষয়ে তারা “অবিলম্বে ও গুরুত্বসহকারে” আলোচনায় অংশ নিতে প্রস্তুত। এই ঘোষণাটি এসেছে এমন সময়, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সফরের আগেই হামাস অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে হামাসের ঘনিষ্ঠ মিত্র ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে— গাজায় জিম্মিদের মুক্তির পর ইসরায়েল যেন আবার আগ্রাসন শুরু না করে, সে ব্যাপারে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চাই।

হামাসের এই প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়েছেন। এয়ার ফোর্স ওয়ান থেকে শুক্রবার তিনি বলেন, “এটা ভালো। তারা আমাকে বিস্তারিত জানায়নি, তবে আমাদের এই বিষয়টা শেষ করতে হবে। গাজা নিয়ে আমাদের কিছু করতে হবে।”

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প গাজার মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেছিলেন, “আমি গাজার মানুষের নিরাপত্তা চাই। তারা নরকের মধ্যে বাস করছে।”