ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৬

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে, এতে অন্তত ৬ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী। খবর: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় ঐ প্রশিক্ষণ কেন্দ্রে সক্রিয় প্রশিক্ষণ চলছিল। ঘটনার পরপরই ওই সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে এই হামলা চালানো হয়েছে।

মস্কোর দাবি, তাদের হামলায় ২০ জন প্রশিক্ষকসহ প্রায় ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের মাঝখানে অবস্থিত প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য দেখা যায়। আকাশ থেকে ধারণ করা ফুটেজে বিস্ফোরণের পর ব্যাপক আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী স্পষ্ট দেখা গেছে।

ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী বলছে, হামলার ঘটনার তদন্ত চলছে এবং এতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও অংশ নিচ্ছে।

এদিকে শান্তি আলোচনা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ফোনালাপ শেষে ট্রাম্প বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ ছিল এবং শান্তির শর্তগুলো দুই পক্ষের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন।

জনপ্রিয় সংবাদ

ইশরাকের শপথ আটকাতে আপিল করবেন রিটকারীর আইনজীবী

ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৬

আপডেট সময় ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে, এতে অন্তত ৬ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী। খবর: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় ঐ প্রশিক্ষণ কেন্দ্রে সক্রিয় প্রশিক্ষণ চলছিল। ঘটনার পরপরই ওই সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে এই হামলা চালানো হয়েছে।

মস্কোর দাবি, তাদের হামলায় ২০ জন প্রশিক্ষকসহ প্রায় ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের মাঝখানে অবস্থিত প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য দেখা যায়। আকাশ থেকে ধারণ করা ফুটেজে বিস্ফোরণের পর ব্যাপক আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী স্পষ্ট দেখা গেছে।

ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী বলছে, হামলার ঘটনার তদন্ত চলছে এবং এতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও অংশ নিচ্ছে।

এদিকে শান্তি আলোচনা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ফোনালাপ শেষে ট্রাম্প বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ ছিল এবং শান্তির শর্তগুলো দুই পক্ষের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন।