গত বছরের নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননের সঙ্গে প্রায় ৩২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। এসব হামলায় অন্তত ২০০ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন।
সর্বশেষ বৃহস্পতিবার (২২ মে) ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণের নবাতিয়েহ অঞ্চলের তৌল জেলায় একটি স্থানে বিমান হামলা চালায়। হামলার আগেই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রায়ী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টে জানিয়ে দেন, ওই এলাকায় থাকা বেসামরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। তার দাবি, ওই স্থানে হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হবে।
লেবাননের সংবাদমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করলেও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই দিনে, ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের পূর্ব বেকা উপত্যকায় হিজবুল্লাহর আরেকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। সেখানে রকেট লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জাম থাকার কথা জানানো হয়।
এ ছাড়া, রব থালাথিন ও আল-ওয়াজ্জানি এলাকায় ড্রোন হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্তবর্তী গ্রাম মুহাইবিবেও ইসরায়েলি ড্রোন আক্রমণ চালায়।
উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তারা সেই সময়সীমা পেরিয়ে ফেব্রুয়ারির ১৮ তারিখ পর্যন্ত সময় বাড়ায় এবং এখনও সীমান্তে অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে বাহিনী মোতায়েন রেখেছে।