বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, বরং এটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হতে পারে সরকারের পক্ষ থেকে।
শনিবার (২৪ মে) রাতে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রথমত: আমরা এখনো নিশ্চিত নই এই খবরের সত্যতা সম্পর্কে, কারণ প্রধান উপদেষ্টার অফিস থেকে এটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দ্বিতীয়ত: এটিও হতে পারে যে, সরকার নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে ছাত্রনেতাদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের প্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের সত্যিকারের চাওয়া হলো, প্রধান উপদেষ্টা ড. ইউনূস যেন দায়িত্ব পালন শেষে সম্মানজনক ও মর্যাদাপূর্ণভাবে বিদায় নেন।”
ড. মঈন খান আরও মন্তব্য করেন, “জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, সত্যিকারের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হোক এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর ঘটুক। এই সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি যে আস্থা জনগণ দেখিয়েছে, তারা চায় সেই আস্থার প্রকৃত প্রতিফলন ঘটুক।”