ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি ইউনূস সরকারকে সহ্য করতে পারে না”—মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান ইউনূস সরকার ভারতের কাছে অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, দিল্লি সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্ষমতার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তিকে ব্যবহার করে ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায়।

শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলার দলীয় কার্যালয়ে এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা ইউনূস সরকারকে পদত্যাগ করাতে চায়, তারা মূলত দিল্লির রাজনীতির অংশীদার। তারা দেশের স্বার্থ নয়, বিদেশি স্বার্থে কাজ করছে।”

মানবিক করিডর বিষয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “এমন করিডর যদি কেবল ভারতের সুবিধার জন্য হয়, তাহলে আমরা তাতে রাজি নই। তবে যদি এতে বাংলাদেশের প্রকৃত স্বার্থ জড়িত থাকে, তাহলে আমরা তা সমর্থন করবো।”

সেনাবাহিনী প্রধানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সেনাপ্রধানের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, রাজনীতি নয়। আমরা অনুরোধ করবো, তিনি যেন নিজের সাংবিধানিক দায়িত্বেই সীমাবদ্ধ থাকেন এবং অনধিকার চর্চা না করেন।”

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

দিল্লি ইউনূস সরকারকে সহ্য করতে পারে না”—মুফতি ফয়জুল করীম

আপডেট সময় ০৭:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান ইউনূস সরকার ভারতের কাছে অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, দিল্লি সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্ষমতার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তিকে ব্যবহার করে ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায়।

শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলার দলীয় কার্যালয়ে এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা ইউনূস সরকারকে পদত্যাগ করাতে চায়, তারা মূলত দিল্লির রাজনীতির অংশীদার। তারা দেশের স্বার্থ নয়, বিদেশি স্বার্থে কাজ করছে।”

মানবিক করিডর বিষয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “এমন করিডর যদি কেবল ভারতের সুবিধার জন্য হয়, তাহলে আমরা তাতে রাজি নই। তবে যদি এতে বাংলাদেশের প্রকৃত স্বার্থ জড়িত থাকে, তাহলে আমরা তা সমর্থন করবো।”

সেনাবাহিনী প্রধানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সেনাপ্রধানের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, রাজনীতি নয়। আমরা অনুরোধ করবো, তিনি যেন নিজের সাংবিধানিক দায়িত্বেই সীমাবদ্ধ থাকেন এবং অনধিকার চর্চা না করেন।”