ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ভাঙছে: চাপ ও প্রতিশ্রুতি ভাঙনের কারণে পদত্যাগ চান ড. ইউনূস”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। দায়িত্ব গ্রহণের ১০ মাসের মাথায় এসে পদত্যাগ করতে চাওয়ার বিষয়ে শনিবার (২৪ মে) রাতে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ড. ইউনূস নিজের দায়িত্ব পালন নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। নাহিদ ইসলাম বলেন, “যে স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে ড. ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, সেই পথ থেকে অনেকেই সরে আসছেন। আমরা যারা একসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, তারাও একটি নতুন বাংলাদেশের কথা বলেছিলাম। কিন্তু সেই প্রতিশ্রুতি আজ হুমকির মুখে।”

তিনি আরও জানান, ড. ইউনূসের মনে হচ্ছে তাকে উদ্দেশ্যমূলকভাবে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এতে করে প্রয়োজনীয় সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলেই তিনি বিশ্বাস করেন। এসব কারণেই তিনি পদত্যাগের চিন্তা করছেন।

নাহিদ ইসলাম বলেন, “ড. ইউনূসের মতে, শুধু ব্যক্তি নয়—সমগ্র রাজনৈতিক কাঠামোর মধ্যেই এখন একটি দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।”

ড. ইউনূসের এ ধরনের হতাশা এবং পদত্যাগের ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। এ নিয়ে আলোচনা এখন টক শো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

এখন দেখার বিষয়, তিনি আদৌ পদত্যাগ করেন কি না—আর করলে, তার পরবর্তী রাজনৈতিক প্রভাব কী হতে পারে।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা: চিফ প্রসিকিউটর

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ভাঙছে: চাপ ও প্রতিশ্রুতি ভাঙনের কারণে পদত্যাগ চান ড. ইউনূস”

আপডেট সময় ১১:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। দায়িত্ব গ্রহণের ১০ মাসের মাথায় এসে পদত্যাগ করতে চাওয়ার বিষয়ে শনিবার (২৪ মে) রাতে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ড. ইউনূস নিজের দায়িত্ব পালন নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। নাহিদ ইসলাম বলেন, “যে স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে ড. ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, সেই পথ থেকে অনেকেই সরে আসছেন। আমরা যারা একসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, তারাও একটি নতুন বাংলাদেশের কথা বলেছিলাম। কিন্তু সেই প্রতিশ্রুতি আজ হুমকির মুখে।”

তিনি আরও জানান, ড. ইউনূসের মনে হচ্ছে তাকে উদ্দেশ্যমূলকভাবে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এতে করে প্রয়োজনীয় সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলেই তিনি বিশ্বাস করেন। এসব কারণেই তিনি পদত্যাগের চিন্তা করছেন।

নাহিদ ইসলাম বলেন, “ড. ইউনূসের মতে, শুধু ব্যক্তি নয়—সমগ্র রাজনৈতিক কাঠামোর মধ্যেই এখন একটি দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।”

ড. ইউনূসের এ ধরনের হতাশা এবং পদত্যাগের ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। এ নিয়ে আলোচনা এখন টক শো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

এখন দেখার বিষয়, তিনি আদৌ পদত্যাগ করেন কি না—আর করলে, তার পরবর্তী রাজনৈতিক প্রভাব কী হতে পারে।