ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাকা চৌধুরীর প্রতিষ্ঠিত এনডিপির নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে দল হিসেবে নিবন্ধনের আবেদন জানিয়েছে।

রবিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু তাহের বলেন, “আমরা অতীতে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার আমাদের আবেদন নাকচ করেছিল। মূলত সালাহউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকায় সে সময় আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। অথচ আমরা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেছিলাম।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। সেই ধারাবাহিকতায় আজ নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এনডিপি দীর্ঘদিন ধরে একটি জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে আসছে। এখন আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন চাই।”

বৈঠকে দলের মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, জামিল আহমেদ এবং মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এনডিপি’র দাবি, তারা দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখন রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নির্বাচন না হলে নিজেকে অপরাধী ভাবব: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

সাকা চৌধুরীর প্রতিষ্ঠিত এনডিপির নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন

আপডেট সময় ০৭:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে দল হিসেবে নিবন্ধনের আবেদন জানিয়েছে।

রবিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু তাহের বলেন, “আমরা অতীতে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার আমাদের আবেদন নাকচ করেছিল। মূলত সালাহউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকায় সে সময় আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। অথচ আমরা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেছিলাম।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। সেই ধারাবাহিকতায় আজ নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এনডিপি দীর্ঘদিন ধরে একটি জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে আসছে। এখন আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন চাই।”

বৈঠকে দলের মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, জামিল আহমেদ এবং মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এনডিপি’র দাবি, তারা দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখন রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।