আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট, কোরবানির চামড়া ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণসহ সার্বিক নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ মে) সচিবালয়ে নিজ দপ্তরে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোরবানির বিষয়ে আমাদের সব বিষয়ে প্রস্তুতি রাখতে হবে। আগামী কোরবানির ঈদের সময় হয়তো আমরা দায়িত্বে থাকবো না। তবে যতদিন আছি, দেশের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করছি।”
তিনি বলেন, কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণ না করায় প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। অথচ এসব চামড়ার মূল হকদার হচ্ছে দেশের গরিব মানুষ। তিনি জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সড়ক ও হাটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কোরবানির দিন থেকে ১২ ঘণ্টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করতে হবে। এজন্য তিনি দুই সিটি করপোরেশনের প্রশাসকদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে বলেন, “আমরা চাই ১২ ঘণ্টার মধ্যে রাজধানী বর্জ্যমুক্ত হোক। নগরকে পরিচ্ছন্ন দেখতে চাই।”