ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চামড়া ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাচ্ছেন, অপপ্রচার থেকে বিরত থাকুন” — বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের চামড়া ব্যবসায়ীরা এবার ন্যায্য মূল্য পাচ্ছেন এবং সরকার এ খাতে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। তিনি জানান, সরকার এবার উদারভাবে সারাদেশে সাড়ে ৭ লাখ মণ লবণ বিতরণ করেছে, যাতে কোরবানির সময় সংগৃহীত চামড়া দ্রুত নষ্ট না হয়। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “চামড়া যেহেতু পচনশীল দ্রব্য, সেহেতু পচা চামড়া নিয়ে কেউ যেন অপপ্রচার না চালায়।”

সোমবার (৯ জুন) বিকেলে দেশের বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “সরকার লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা এবং ট্যানারি মালিকদের জন্য ২২০ কোটি টাকা প্রণোদনা প্রদান করেছে। এছাড়া, সরাসরি চামড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তিন মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে, যাতে বাজারে নতুন গতি আসে।”

তিনি বলেন, বর্তমান সরকার বাজার ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক করেছে এবং ট্যানারি ব্যবসার প্রসারের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা বৃদ্ধি পাবে বলে সরকারের বিশ্বাস।

এ সময় তাঁর সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চামড়া ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাচ্ছেন, অপপ্রচার থেকে বিরত থাকুন” — বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

আপডেট সময় ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের চামড়া ব্যবসায়ীরা এবার ন্যায্য মূল্য পাচ্ছেন এবং সরকার এ খাতে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। তিনি জানান, সরকার এবার উদারভাবে সারাদেশে সাড়ে ৭ লাখ মণ লবণ বিতরণ করেছে, যাতে কোরবানির সময় সংগৃহীত চামড়া দ্রুত নষ্ট না হয়। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “চামড়া যেহেতু পচনশীল দ্রব্য, সেহেতু পচা চামড়া নিয়ে কেউ যেন অপপ্রচার না চালায়।”

সোমবার (৯ জুন) বিকেলে দেশের বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “সরকার লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা এবং ট্যানারি মালিকদের জন্য ২২০ কোটি টাকা প্রণোদনা প্রদান করেছে। এছাড়া, সরাসরি চামড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তিন মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে, যাতে বাজারে নতুন গতি আসে।”

তিনি বলেন, বর্তমান সরকার বাজার ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক করেছে এবং ট্যানারি ব্যবসার প্রসারের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা বৃদ্ধি পাবে বলে সরকারের বিশ্বাস।

এ সময় তাঁর সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।