আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং রাজনৈতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দলটির কার্যক্রম নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়ে ম্যাডক্সের সঞ্চালনায় ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হিসেবে সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন। আলাপচারিতায় সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়নি, তবে দলটির অতীত কর্মকাণ্ড—যেমন গুম, হত্যা ও দুর্নীতির কারণে তাদের রাজনৈতিক চরিত্র নিয়েই এখন বিতর্ক তৈরি হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর মনে করা হয়েছিল পরিস্থিতির অবসান ঘটবে, কিন্তু বাস্তবে দলটির নেতারা বিদেশ থেকে উসকানি ও সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, গত ১০ মাসে দলটির পক্ষ থেকে কেউ দুঃখ প্রকাশ বা অনুশোচনাও করেনি।
ড. ইউনূস স্পষ্ট করেন, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং চলমান একটি প্রক্রিয়ার অংশ। বর্তমান সরকারের দায়িত্ব দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।