ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে আছে: সৌদি যুবরাজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, “আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে রয়েছে।”

এদিকে সৌদি যুবরাজ আরও বলেন, ইরান যদি বিচক্ষণতার সঙ্গে কাজ করে, তবে ইসরায়েলের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন, এই আক্রমণ ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপও বিঘ্নিত হয়েছে।

মোহাম্মদ বিন সালমান অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাইছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। তিনি ইরানি জনগণ এবং হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছেন। কিন্তু প্রতিবারই ইসরায়েল তাদের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। তিনি আশা প্রকাশ করেন, ইরান ও সৌদি আরব একত্রে কাজ করলে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে আছে: সৌদি যুবরাজ

আপডেট সময় ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

এবার মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, “আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে রয়েছে।”

এদিকে সৌদি যুবরাজ আরও বলেন, ইরান যদি বিচক্ষণতার সঙ্গে কাজ করে, তবে ইসরায়েলের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন, এই আক্রমণ ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপও বিঘ্নিত হয়েছে।

মোহাম্মদ বিন সালমান অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাইছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। তিনি ইরানি জনগণ এবং হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছেন। কিন্তু প্রতিবারই ইসরায়েল তাদের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। তিনি আশা প্রকাশ করেন, ইরান ও সৌদি আরব একত্রে কাজ করলে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।