ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখনো কোনো স্থায়ী যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের চুক্তি সম্পন্ন হয়নি। মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরাগচি বলেন, “তেহরান সময় ভোর ৪টার মধ্যে যদি ইসরায়েলি শাসকগোষ্ঠী তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা থাকবে না।” তিনি আরও জানান, “আমাদের সামরিক অভিযান স্থগিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে গৃহীত হবে।”
পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশের মধ্যে আলোচনা চালু থাকলেও যুদ্ধবিরতির বিষয়টি এখনো অনিশ্চিত। কূটনৈতিক ভাষ্যে এটি ইসরায়েলের প্রতি একটি শর্তযুক্ত সময়সীমা এবং একইসাথে আন্তর্জাতিক মহলের প্রতি একটি বার্তা — আলোচনার দরজা এখনো খোলা আছে, তবে আস্থা গড়ে ওঠেনি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংগ্রহ: আল জাজিরা