ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল হওয়ায় ‘সমন্বয়ক পরিচয় আবারও এক্সিস্ট করছে’: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মে নতুন করে কাউন্সিল আয়োজনের মাধ্যমে আবারও ‘সমন্বয়ক পরিচয়’ অস্তিত্বে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর ফলে নাহিদ ইসলামের আগের মন্তব্যের ভিত্তি নেই বলেও দাবি করেছেন তিনি।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন,
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের নেতৃত্বে এই দেশের লাখ লাখ মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। এরপর এই প্লাটফর্ম থেকে রাজনৈতিক দল গঠনের প্রেক্ষিতে নাহিদ ইসলাম গত ৭ মার্চ বলেছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই’, এবং সমন্বয়ক পরিচয় ‘এক্সিস্ট করে না’। অথচ এখন সেই প্লাটফর্মের আবার কাউন্সিল হয়েছে। অর্থাৎ সেই পরিচয় আবারও ফিরে এসেছে।”

তিনি আরও দাবি করেন, কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ হয়েছে—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনও সক্রিয় এবং ঐক্যবদ্ধ রূপে কার্যক্রম চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেছিলেন যে, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত হয়েছে একটি নতুন ছাত্র সংগঠন এবং একই সূত্রে একটি রাজনৈতিক দলও। ফলে ‘সমন্বয়ক পরিচয়’ আর বিদ্যমান নেই।”

তবে সাম্প্রতিক এই কাউন্সিল আয়োজনকে ঘিরে আন্দোলনের মূল ধারার অনেকেই তা অস্বীকার করছেন এবং নতুন করে নেতৃত্ব পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল সংসদ ভবনে শহিদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তা নির্দেশনা জারি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল হওয়ায় ‘সমন্বয়ক পরিচয় আবারও এক্সিস্ট করছে’: রাশেদ খান

আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মে নতুন করে কাউন্সিল আয়োজনের মাধ্যমে আবারও ‘সমন্বয়ক পরিচয়’ অস্তিত্বে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর ফলে নাহিদ ইসলামের আগের মন্তব্যের ভিত্তি নেই বলেও দাবি করেছেন তিনি।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন,
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের নেতৃত্বে এই দেশের লাখ লাখ মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। এরপর এই প্লাটফর্ম থেকে রাজনৈতিক দল গঠনের প্রেক্ষিতে নাহিদ ইসলাম গত ৭ মার্চ বলেছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই’, এবং সমন্বয়ক পরিচয় ‘এক্সিস্ট করে না’। অথচ এখন সেই প্লাটফর্মের আবার কাউন্সিল হয়েছে। অর্থাৎ সেই পরিচয় আবারও ফিরে এসেছে।”

তিনি আরও দাবি করেন, কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ হয়েছে—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনও সক্রিয় এবং ঐক্যবদ্ধ রূপে কার্যক্রম চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেছিলেন যে, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত হয়েছে একটি নতুন ছাত্র সংগঠন এবং একই সূত্রে একটি রাজনৈতিক দলও। ফলে ‘সমন্বয়ক পরিচয়’ আর বিদ্যমান নেই।”

তবে সাম্প্রতিক এই কাউন্সিল আয়োজনকে ঘিরে আন্দোলনের মূল ধারার অনেকেই তা অস্বীকার করছেন এবং নতুন করে নেতৃত্ব পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছেন।