ইরানে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার ২১টি মুসলিম ও আরব দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দ্রুত যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
রবিবার (১৬ জুন) মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তির নেতৃত্বে একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এই বিবৃতি প্রকাশ করা হয়।
সমর্থনকারী দেশগুলোর মধ্যে রয়েছে:
তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মৌরিতানিয়া।
বিবৃতিতে ইসরায়েলের সামরিক অভিযানকে “অবৈধ ও উসকানিমূলক” আখ্যা দিয়ে বলা হয়, এই পদক্ষেপ শুধু ইরানের সার্বভৌমত্ব নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
জাতিসংঘ সনদ অনুযায়ী সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব তুলে ধরে, বিবৃতিদাতা দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পারমাণবিক নিরস্ত্রীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
একই সঙ্গে যৌথ বিবৃতিতে একটি “বিস্তৃত উত্তেজনা নিরসন পরিকল্পনা” নেওয়ার পক্ষে মত দেয় দেশগুলো, যাতে কূটনৈতিক চ্যানেল সক্রিয় করে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।
উল্লেখ্য, গেল শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও সামরিক প্রতিক্রিয়া জানায় বলে দাবি করেছে তেলআবিব।
ইসরায়েলি সূত্রমতে, ইরানি হামলায় দেশটিতে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে, ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে।