ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধনে ব্যর্থ এনসিপি: ৪৩ হাজার পৃষ্ঠার আবেদনেও প্রাথমিক বাছাইয়ে বাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদনপত্র জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, প্রথম ধাপে মোট ৬২টি দলকে চিঠি দেওয়া হবে, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে। এদের মধ্যে প্রাথমিকভাবে শর্ত পূরণে ঘাটতি রয়েছে এমন দলগুলোকেও ১৫ দিনের সময় দেওয়া হবে সংশোধনের জন্য।

আবেদনের শর্ত অনুযায়ী, নতুন দলের ক্ষেত্রে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি, ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ জন ভোটারের সমর্থনের নথিপত্র, এবং দলীয় গঠনতন্ত্র, ইশতেহার, লোগো, পতাকা, কেন্দ্রীয় কমিটির তালিকা ও ব্যাংক হিসাবসহ বিস্তারিত জমা দেওয়া বাধ্যতামূলক। এনসিপি দাবি করেছে, তারা এসব শর্ত পূরণ করে ট্রাকযোগে প্রয়োজনীয় দলিল ইসিতে সরবরাহ করেছে।

তবু দলটি প্রাথমিক তালিকায় জায়গা পায়নি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, “আমরা আইন অনুযায়ী সব কিছু করেছি। এখন কমিশনের চিঠি পেলে যথাযথভাবে ঘাটতি পূরণ করব।”

বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন দলগুলোর নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই শেষে যারা শর্ত পূরণ করতে পারবে, কেবল তারাই নির্বাচন কমিশন থেকে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ পাবে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ কেন্দ্র করে দিনভর সংঘর্ষ, নিহত ৪ – শহরে কারফিউ, সেনা মোতায়েন

নিবন্ধনে ব্যর্থ এনসিপি: ৪৩ হাজার পৃষ্ঠার আবেদনেও প্রাথমিক বাছাইয়ে বাদ

আপডেট সময় ০৫:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদনপত্র জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, প্রথম ধাপে মোট ৬২টি দলকে চিঠি দেওয়া হবে, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে। এদের মধ্যে প্রাথমিকভাবে শর্ত পূরণে ঘাটতি রয়েছে এমন দলগুলোকেও ১৫ দিনের সময় দেওয়া হবে সংশোধনের জন্য।

আবেদনের শর্ত অনুযায়ী, নতুন দলের ক্ষেত্রে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি, ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ জন ভোটারের সমর্থনের নথিপত্র, এবং দলীয় গঠনতন্ত্র, ইশতেহার, লোগো, পতাকা, কেন্দ্রীয় কমিটির তালিকা ও ব্যাংক হিসাবসহ বিস্তারিত জমা দেওয়া বাধ্যতামূলক। এনসিপি দাবি করেছে, তারা এসব শর্ত পূরণ করে ট্রাকযোগে প্রয়োজনীয় দলিল ইসিতে সরবরাহ করেছে।

তবু দলটি প্রাথমিক তালিকায় জায়গা পায়নি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, “আমরা আইন অনুযায়ী সব কিছু করেছি। এখন কমিশনের চিঠি পেলে যথাযথভাবে ঘাটতি পূরণ করব।”

বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন দলগুলোর নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই শেষে যারা শর্ত পূরণ করতে পারবে, কেবল তারাই নির্বাচন কমিশন থেকে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ পাবে।