উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলনে “নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের” অনুপ্রবেশের অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, “মাইলস্টোন ট্র্যাজেডির দায় সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ নয়, বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদেরও পদত্যাগ করতে হবে।”
তারা বলেন, “শিক্ষার্থীদের ৬ দফা যৌক্তিক দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। কিন্তু এ আন্দোলনে স্যাবোট্যাজ করতে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। যেকোনো মূল্যে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।”
অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ঠেকাতে ব্যর্থ বলেও মন্তব্য করেন তারা। বিবৃতিতে বলা হয়, “এক বছর পেরিয়ে গেলেও অনেক সন্ত্রাসী এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সংস্কারে ব্যর্থ হয়েছে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ। এজন্যই তারা ছদ্মবেশে স্যাবোট্যাজের সুযোগ পাচ্ছে।”
তারা আরও বলেন, “উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান কিভাবে উড়তে পারল, এ প্রশ্নের জবাব সংশ্লিষ্টদের দিতে হবে। কোনো সংস্থা জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।”