যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কমপক্ষে ১২টি এফ-৩৫এ (F-35A) মডেলের যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে। এই বিমানগুলো যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এবং আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিত। খবর আনাদোলু এজেন্সির।
সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ঘোষণা দেবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এফ-৩৫এ যুদ্ধবিমানগুলো প্রচলিত অস্ত্র বহনে সক্ষম হলেও প্রয়োজনে মার্কিন তৈরি পারমাণবিক বোমা বহনের উপযোগী করে প্রস্তুত করা যাবে। এ ধরণের সক্ষমতা যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “আমূল অনিশ্চয়তার যুগে আমরা আর শান্তিকে হালকাভাবে নিতে পারি না। এই কারণেই আমার সরকার আমাদের জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে।”
ডাউনিং স্ট্রিট একে ‘এক প্রজন্মের মধ্যে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিশালীকরণ’ হিসেবে অভিহিত করেছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এটি ন্যাটোতে ব্রিটেনের আরেকটি শক্তিশালী অবদান।”
প্রধানমন্ত্রী স্টারমার আরও বলেন, “যুক্তরাজ্যকে নিরাপদ ও সুরক্ষিত রাখার ক্ষেত্রে জোটের অবদানের মতো ন্যাটোর প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকারও প্রশ্নাতীত। ইউরো-আটলান্টিক অঞ্চলকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে আমাদের সকলে একসাথে কাজ করতে হবে।”