ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চীনের এআই দৌড়ে Zhipu AI-এর উত্থান: ডিপসিক নয়, নতুন হুমকি দেখছে ওপেনএআই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতৃত্বের লড়াইয়ে চীনের তরফে এক নতুন প্রতিযোগীর নাম সামনে এনেছে ওপেনএআই—আর সেটি আলোচিত ডিপসিক নয়, বরং অপেক্ষাকৃত কম পরিচিত Zhipu AI। বুধবার (২৫ জুন) এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, বেইজিং-সমর্থিত Zhipu AI এখন কৃত্রিম বুদ্ধিমত্তার “প্রথম সারির খেলোয়াড়” হয়ে উঠেছে এবং এটি মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি কাঠামোর জন্য একটি বাস্তব হুমকি।

২০১৯ সালে প্রতিষ্ঠিত Zhipu AI বর্তমানে চীনের বৃহৎ ভাষা মডেলভিত্তিক (LLM) এআই ইউনিকর্ন কোম্পানিগুলোর অন্যতম। কোম্পানিটির ওপর চীনা সরকারের প্রত্যক্ষ বিনিয়োগ ইতোমধ্যে ১.৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, এবং তাদের শীর্ষ নির্বাহীরা চীনা কমিউনিস্ট পার্টির (CCP) উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠকে অংশ নিচ্ছেন, যা কোম্পানির রাষ্ট্রীয় প্রভাবকেই প্রমাণ করে।

ওপেনএআই জানায়, Zhipu AI কেবল চীনের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়। ইতিমধ্যে তারা যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অফিস খুলেছে, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ‘ইনোভেশন সেন্টার’ গড়ে তুলছে, যার মাধ্যমে উদীয়মান বাজারে চীনের ডিজিটাল সিল্ক রোড কৌশলের অংশ হিসেবে নিজেদের এআই অবকাঠামো ছড়িয়ে দিচ্ছে।

ডিপসিক-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতির বাইরেও Zhipu AI-এর সরকার-সমর্থিত সম্প্রসারণ, নৈতিকতা ও নজরদারি-বান্ধব এআই মডেল প্রচারণা, এবং প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতার উদ্দেশ্য—সবকিছু মিলে ওপেনএআই-এর কাছে এক নতুন ধরনের প্রাতিষ্ঠানিক ও কৌশলগত হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

চীনের এআই দৌড়ে Zhipu AI-এর উত্থান: ডিপসিক নয়, নতুন হুমকি দেখছে ওপেনএআই

আপডেট সময় ১০:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতৃত্বের লড়াইয়ে চীনের তরফে এক নতুন প্রতিযোগীর নাম সামনে এনেছে ওপেনএআই—আর সেটি আলোচিত ডিপসিক নয়, বরং অপেক্ষাকৃত কম পরিচিত Zhipu AI। বুধবার (২৫ জুন) এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, বেইজিং-সমর্থিত Zhipu AI এখন কৃত্রিম বুদ্ধিমত্তার “প্রথম সারির খেলোয়াড়” হয়ে উঠেছে এবং এটি মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি কাঠামোর জন্য একটি বাস্তব হুমকি।

২০১৯ সালে প্রতিষ্ঠিত Zhipu AI বর্তমানে চীনের বৃহৎ ভাষা মডেলভিত্তিক (LLM) এআই ইউনিকর্ন কোম্পানিগুলোর অন্যতম। কোম্পানিটির ওপর চীনা সরকারের প্রত্যক্ষ বিনিয়োগ ইতোমধ্যে ১.৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, এবং তাদের শীর্ষ নির্বাহীরা চীনা কমিউনিস্ট পার্টির (CCP) উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠকে অংশ নিচ্ছেন, যা কোম্পানির রাষ্ট্রীয় প্রভাবকেই প্রমাণ করে।

ওপেনএআই জানায়, Zhipu AI কেবল চীনের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়। ইতিমধ্যে তারা যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অফিস খুলেছে, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ‘ইনোভেশন সেন্টার’ গড়ে তুলছে, যার মাধ্যমে উদীয়মান বাজারে চীনের ডিজিটাল সিল্ক রোড কৌশলের অংশ হিসেবে নিজেদের এআই অবকাঠামো ছড়িয়ে দিচ্ছে।

ডিপসিক-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতির বাইরেও Zhipu AI-এর সরকার-সমর্থিত সম্প্রসারণ, নৈতিকতা ও নজরদারি-বান্ধব এআই মডেল প্রচারণা, এবং প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতার উদ্দেশ্য—সবকিছু মিলে ওপেনএআই-এর কাছে এক নতুন ধরনের প্রাতিষ্ঠানিক ও কৌশলগত হুমকি হয়ে দাঁড়িয়েছে।