মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সাম্প্রতিক উত্তেজনার আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে—ইরান গোপনে পাহাড়ের গুহা থেকে ট্রাকে করে মিসাইল সরবরাহ করছে। ভিডিওতে দেখা যায়, কয়েকটি ট্রাক ইরানের পতাকা বহন করে পাহাড়ের গহ্বর থেকে বেরিয়ে আসছে, প্রতিটিতেই রয়েছে ক্ষেপণাস্ত্র।
তবে বিষয়টির সত্যতা যাচাই করে রিউমর স্ক্যানার টিম জানায়, ভিডিওটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং বাস্তব কোনো সামরিক তৎপরতা নয়।
প্রাথমিক পর্যবেক্ষণেই ভিডিওতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে:
-
ট্রাকের উপর উড়তে থাকা পতাকাগুলোর গতিবিধি অস্বাভাবিক,
-
পাহাড়ের বুক ঘেঁষে থাকা ঘাস এবং রাস্তার গঠন অবাস্তব বলে মনে হয়,
-
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রাকগুলোর ভেতরে কোনো চালক নেই।
এছাড়া, ভিডিওটি AI ভিডিও শনাক্তকারী ওয়েবসাইট Cantilux.com-এ পরীক্ষা করে দেখা যায়, ৮৪ শতাংশ সম্ভাবনায় এটি একটি এআই-জেনারেটেড ভিডিও।